কুমিল্লায় পুলিশের টিআরসি পদে নিয়োগ-২০২৪ এর ফলাফল প্রকাশ

সাইফুল ইসলাম।।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেছেন, স্মার্ট বাংলাদেশে স্মার্ট পুলিশ বিনির্মানে ভূমিকা রাখবে নিয়োগপ্রাপ্ত কনস্টেবলরা। 

কুমিল্লায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ-২০২৪ এর কুমিল্লা জেলায় প্রাথমিকভাবে নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি আরোও বলেন, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে শতভাগ স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে যাচাই বাছাই সকল প্রক্রিয়ার মধ্যে দিয়ে টিআরসি পদে ১৩৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ লাইন্স শহীদ আরআই এ.বি.এম আব্দুল হালিম মিলনায়তনে জেলা পুলিশের পক্ষ থেকে উর্ত্তীনদের ফলাফল প্রকাশ ও অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক  মোহাম্মদনাজমুল হাসান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসময় উর্ত্তীন ১৩৪ নারী ও পুরুষসহ তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। পরীক্ষায় উর্ত্তীন হতে পেরে তারা আনন্দ প্রকাশ করেন

আরো দেখুনঃ