স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার পক্ষে থাকুন : এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, এদেশের সকল অর্জনই বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগের হাত ধরে এসেছে। একসময় এই কালিরবাজারের মানুষ কাঁদামাটির জরাজীর্ণ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বহু দূর্ভোগের শিকার হয়েছেন। আমাদের ধারাবাহিক উন্নয়নে আজ মানুষ সেই দূর্ভোগ ভুলে কথা ভুলে গেছে। বিগত ১৪ বছরে শুধু কালিরবাজার ইউনিয়নেই ৫০ কি.মি রাস্তা পাকা করেছি। কালিরবাজারের সাথে শহরের যোগাযোগের একটি রাস্তা ৭০ কোটি টাকা ব্যায়ে নির্মান করেছি। কালিরবাজারে আজ কোথায়ও কাঁচা রাস্তা নেই। এখন বাড়ির রাস্তাও পাকা হচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে সারা দেশেই এমন উন্নয়ন হয়েছে। উন্নয়নের পাশাপাশি বিপদে আপদে আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। একারণেই এই দেশের জনগণ আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায়। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের সামনে শেখ হাসিনার পক্ষে থাকুন, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন।

গতকাল শনিবার (১৩ মে) দিনব্যাপি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৭,৮,৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।

হাজী বাহার এমপি আরও বলেন, কোভিড পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন চরম বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও বাংলাদেশ অনেকের চেয়ে ভালো অবস্থানে আছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিশনারী, ডায়নামিক ও দূরদর্শী নেতৃত্বের জন্যে। আজকের বিশ্ব অর্থনৈতিক সংকটের মাঝেও দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন বলেই আজ বিশ্ব নেতারা শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ।

শনিবার দুপুরে আদর্শ সদর উপজেলা পরিষদের আয়োজনে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে কালিরবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিম সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা -৬ (সদর) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সরাসরি তাদের সমস্যার কথা শুনেন ও সমাধান করেন। পরে কালির বাজার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।

আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা , আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আবুল বাসার, আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম জুয়েল, এডভোকেট হোসনেয়ারা বকুল, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল হোসেন বাহালুল, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সেকান্দর আলী, যুগ্ম সাধারন সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল, কাজী খোরশেদ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. কামাল হোসেন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল্লাহ আল মামুন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৮ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন :
মতবিনিময় সভার আগে আগে এমপি বাহার কালিরবাজার ইউনিয়নের ৪ টি বিদ্যালয়ের নতুন ভবন ও ৪ টি সড়কের সংস্কার সহ ৮ টি উন্নয়ন কাজে শুভ উদ্বোধন করেন ও ফলক উন্মোচন করেন । উন্নয়ন প্রকল্পসমূহ হচ্ছে কামাইরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশপুর পদুয়ারপাড় সালেহীয়া দাখিল ও কারিগরি মাদ্রাসা ভবন, জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ধনুয়াইশ উচ্চবিদ্যালয় ভবন, এবং সৈয়দপুর -কালিরবাজার সড়ক উন্নয়ন, সৈয়দপুর মদিনা মসজিদ- মালেক মেম্বার বাড়ি সড়ক, কাবিলা-ভল্লবপুর -কালিরবাজার সড়ক ও উজিরপুর সড়ক।

আরো দেখুনঃ