কুমিল্লায় বাংলা নববর্ষ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম।।
বাংলা নববর্ষ ১৪৩০ ও পহেলা বৈশাখ উদযাপনে কুমিল্লায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সভায় সম্ভাব্য কর্মসূচি তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া।
সভায় প্রতিবারের ন্যায় এবারও পহেলা বৈশাখ উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১২ এপ্রিল সকাল সাড়ে দশটায় কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ১৪ এপ্রিল সকাল ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে জেলা শিল্পকলা একাডেমী পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা, সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতি বছরের ন্যায় কুমিল্লা টাউন হলে বৈশাখি মেলা।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।