কচুয়ায় প্রাণের টানে রক্তদানের আয়োজনে চড়ুইভাতি বনভোজন অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক।।
চাঁদপুরের কচুয়ায় “আসুন হারিয়ে যাই আমাদের ছোট বেলায়” এ শ্লোগানে চড়ুইভাতি বনভোজন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় রক্তদাতা সংস্থা “প্রাণের টানে রক্তদানের আয়োজনে বাংলা বাজার ঐতিহ্যবাহী বোয়ালজুড়ী খাল পাড়ে রোববার দিনব্যাপি এ বনভোজন অনুষ্ঠিত হয়। প্রবাহমান খালের পাড়ে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্বেচ্ছাসেবীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকাটি
প্রথমে সকল সদস্যদের রিপোর্টিং নিয়ে সকালের নাস্তা পরিবেশন, টি-শার্ট বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে প্রোগ্রামটি শুরু করে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ১ম পর্ব সমাপ্ত করা হয়। পরে কৌতুক, দেশীয় গান, নৃত্য, আবৃতি, হাড়ি গাঙ্গা, বল ফুটানো, লাঠি খেলাসহ সবাইকে আনন্দঘন একটি মুহুর্ত উপভোগের সুযোগ করে দেয়। সংগঠনের সভাপতি সাইফুল সুমনের তত্ত্বাবধানে ও আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলামের ব্যবস্থাপনায় সুস্বাদু খাবার পরিবেশনের মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখা হয়
বনভোজন পরবর্তী আলোচনা সভায় সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। বক্তব্য রাখেন, পরিচালক ফরিদ আহমদ, সহ-সভাপতি আবুল বাসার, আবু রায়হান, পরিবেশ সম্পাদক ওমর ফারুকসহ আরো অনেকে। বনভোজনে প্রাণের টানে রক্তদানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা বনভোজনে অংশগ্রহণ করেন। শেষপর্বে রাফেল ড্র ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শান্ত/অননিউজ