কুমিল্লা সিটিস্ক্যান,এমআরআই ডায়াগনস্টিকে বিদেশগামীদের করোনা টেস্টের উদ্বোধন
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সিটিস্ক্যন,এমআরআই ডায়াগনস্টিক সেন্টার যাত্রার প্রারম্ভকাল থেকেই সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের মাধ্যমে সুনাম অর্জন করেছে। জেলার সরকারী ও বেসরকারী হাসপাতাল-এর স্বনামধন্য ডাক্তারগণ এখানে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছেন। রোগীদের সঠিক রোগ নির্ণয়ের জন্য রয়েছে অত্যাধনিক প্রযুক্তি সম্পন্ন মেডিকেল ল্যাবরেটরি সাথে অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট।
বর্তমানে এটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সাস্থ্য পরীক্ষার নির্ভূল রিপোর্ট এবং মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে এই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সর্বদা অঙ্গীকারবদ্ধ। কুমিল্লা সিটি-স্ক্যান, এমআরআই, স্পেশালাইজড ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারে বিদেশ গমনকারী যাত্রীদের ও প্রবাসীদের করোনা পরীক্ষার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর ২০২১ খ্রিঃ) দুপুরে কুমিল্লা মহানগরীর ঝাউতলায় সেল- ফাতেমা জাহানারা টাউয়ারের ৩য় তলায় প্রতিষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা -৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা বিএমএ ও স্বাচিপ সভাপতি ডাঃ আব্দুল বাকী আনিস, জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সিইও রইস আব্দুর রব,অর্থ-পরিচালক ডাঃ দেলোয়ার হোসাইন,প্রধান নির্বাহী ডাঃ মোঃ মুজিবুর রহমান,জেনারেল ম্যানেজার নূর হোসেন রয়েলসহ প্রতিষ্ঠানের কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।