কুমিল্লায় ” স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম, কুমিল্লা।।
জেলা তথ্য অফিস কুমিল্লা’র আয়োজনে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ” স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পঙ্কজ বড়ুয়া’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও Concept Paper উপস্থাপন করেন সিনিয়র তথ্য অফিসার জনাব নাছির উদ্দিন।
সভায় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চারটি মূল স্তম্ভ — স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব পঙ্কজ বড়ুয়া, বক্তব্য রাখেন জাতীয় গোয়েন্দা সংস্থার উপপরিচালক, জেলা সমাজ সেবার উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সিনিয়র সাংবাদিকবৃন্দসহ এনজিও কর্মীরা।