নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

জনি আহমেদ, ‎নিয়ামতপুর (নওগাঁ)

‎‎নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আবাসন প্রকল্পের বাসিন্দা, ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

‎বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার পাঁড়ইল ইউনিয়নে বেলগাপুরে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, চিঁড়া, গুড়, তেল, লবণ, বিস্কুটসহ বিভিন্ন শুকনা খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

‎প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক এর উপস্থিতে এই ত্রাণ কার্যক্রম এর সময় উপস্থিত ছিলেন, পাঁড়ইল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম,ইউপি প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক,ওয়ার্ড সদস্য আবু জাফর প্রমূখ।

‎এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা আছি। কেউ না খেয়ে থাকবে না,এটাই আমাদের অঙ্গীকার। ধাপে ধাপে সকল বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
‎বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো দেখুনঃ