নড়াইল জেলা উলামা ও আইম্মা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রসনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নড়াইল জেলা উলামা ও আইম্মা পরিষদের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচি পালিত হয়। ঘন্টাবব্যাপী মানববন্ধন চলাকালে ফিলিস্তিনে মুসলমান নিধন বন্ধের দাবি জানিয়ে বক্তব্য দেন গওহরডাঙ্গা মাদরাসার মুফতি মোস্তফা কাশেমী, ল²ীপাশা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আবু সাঈদ, মুফতি শিহাব উদ্দিন, মুফতি মাকসুদুল হক সহ অনেকে।
বক্তারা, অবিলম্বে ফিলিস্তিনে মুসলমানদের নির্মম হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান। পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানান। ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাড়াতে সীমান্ত খুলে দিয়েসহ সেখানে যাবার ব্যবস্থা করে দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। বক্তারা মুসলিমদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধনে জেলার তিনটি উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।