নড়াইলে ডেঙ্গুতে নারীর মৃত্যু জেলায় এ পর্যন্ত আক্রান্ত ৯৭৭জন
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মলিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান। মলিনা বেগম জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের দরিমিঠাপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানাগেছে, শুক্রবার ভোরে ডেঙ্গু জ্বর নিয়ে মলিনা বেগম নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। ভর্তির ঘন্টাখানেক পর তিনি মারা যান। এর আগেও নড়াইলে অন্তত দুজন জেলার বাইরের হাসপাতালে চিকিৎসাকালে মৃত্যুবরণ করেন।
বিভিন্নসূত্রে জানাগেছে, গত ২১ আগস্ট শহরের ভওয়াখালী এলাকার বাসিন্দা শিক্ষক আকরামুল আলম ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে ২৩আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া গত জুলাই মাসে শহরতলী দূর্গাপুর-নয়নপুর এলাকার শাক-শবজি বিক্রেতা আমেনা বেগম(৫০) ডেঙ্গু উপসর্গে মৃত্যুবরণ করেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গত ২৪ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার তিনটি হাসপাতালে ২০জন ভর্তি হয়েছে। এর মধ্যে নড়াইল সদর হাসপাতালে ৮জন, লোহাগড়া হাসপাতালে ৭জন এবং কালিয়া হাসপাতালে ৫জন ভর্তি হয়েছেন। জেলার তিনটি হাসপাতালে বর্তমানে ৫৪জন ভর্তি আছেন। চলতি বছরের ১জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৯৭৭জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন জানান, এ মৌসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। নড়াইল জেলার বাইরে অন্য কোনো হাসপাতালে ডেঙ্গুতে কারো মৃত্যু হলে সেটা নড়াইলের মধ্যে ধরা যাবে না। এছাড়া ডেঙ্গুতে অন্য কারো মৃত্যু হয়েছে কিনা সে তথ্য আমাদের কাছে নেই।
এফআর/অননিউজ