নড়াইলে পুরোহিত ও সেবাইয়েতদের দক্ষতা বৃদ্ধিতে অবহিতকরণ সভা
নড়াইল প্রতিনিধি।।
![](https://onnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নড়াইলে পুরোহিত ও সেবাইয়েতদের দক্ষতা বৃদ্ধিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পুরোহিত ও সেবাইয়েতদের দক্ষতা বৃদ্ধিকরণ কর্যক্রম হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গোপালগঞ্জ এর আয়োজনে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়েতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রাণালয় এর আওতায় ‘ ওহঃৎড়ফঁপঃড়ৎু পড়ঁৎংব ভড়ৎ ঞৎধরহবৎ ড়ভভরপবৎং’ শীর্ষক অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রকল্প সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান আলোচক জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়, জেলা প্রাণি সম্পদক কর্মকর্তা ডাঃ মারুফ হাসান, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন, জেলা মৎস্য কর্মকর্তা এইচএম বদরুজ্জামান, সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট পাপন কুমার সাহা, কানাই লাল কুন্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, আব্দুল হাই সিটি কলেজের সহযোগী অধ্যাপক মলয় কান্তি নন্দী, প্রমুখ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।