পঞ্চগড়ে মহান বিজয় দিবসে বীর শহীদদের স্বরণে শ্রদ্ধাঞ্জলী অর্পণ

পঞ্চগড় প্রতিনিধি।।

যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে পঞ্চগড়ের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের সামনে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটি শুরু হয়। এসময় শহীদদের স্মরণে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সার্কিট হাউজের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুনসহ অনেকে।

পরে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সজীব ওয়াজেদ জয় পরিষদ, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ, মুজিব সেনা ঐক্যলীগ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারি, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ