পঞ্চগড়ে রাতের আঁধারে আগুন পোহাতে গিয়ে ভারসাম্যহীন নারীর মৃত্যু

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত থেকে রেহায় পেতে আগুন পোহাতে গিয়ে অগ্নিকান্ডে (৩০) এক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুড়মাড়ি চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, ওই নারী মাগুড়মাড়ি চৌরস্তা বাজার এলাকায় ঘুরে বেড়াতেন ও রাতে পরিষদ চত্বরে থাকতেন। গত দুদিন ধরে রাতে শীতের তীব্রতা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার রাতে শীত নিবারণে আগুন জ্বালায় সে। একসময় আগুন পোহাতেগিয়ে অসাবধানবসত শরীরের কাপড়ে আগুন লেগে যায়। এতে সে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাঈদ চৌধুরী জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুনঃ