পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রেনে কাটা পড়ে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের আটোয়ারীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে পলাশ চন্দ্র বর্মন (৩৫) নামে ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ নভেম্বর) সকালে জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের হাজি সাহার আলী স্কুলের দক্ষীণ পাশে রেললাইনের উপর এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত যুবক পলাশ চন্দ্র বর্মন রাধানগর ইউনিয়নের রাধানগর ঠাকুরবাড়ি গ্রামের হরদেব চন্দ্র বর্মনের ছেলে। সে জন্মগত ভাবে ভারসাম্যহীন প্রতিবন্ধী।
স্থানীয়রা জানায়, প্রতিদিন মতো সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে এলাকায় ঘুরতেন ভারসাম্যহীন যুবক পলাশ। এদিকে রোববার সকালে রেললাইনের উপর দিয়ে হাটতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি ট্রেনের নিচে পড়ে যায় সে। এসময় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় পলাশ। ঘটনার পর পরেই স্থানীয়রা ইউনিয়ন পরিষদে বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয় চেয়ারম্যান আবু জাহেদ।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ বিষয়টি নিশ্চিত করেন।
এফআর/অননিউজ