মুরাদনগরে হামলা ভাংচুর লুটপাট অভিযোগ করায় বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার

মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর পূর্বপাড়া মাঝি বাড়িতে রাতের অন্ধকারে হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করায় আসামীদের হুমকি ধমকির ভয়ে ভূক্তভোগি পরিবারটি বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

রোববার সকালে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মাঝি বাড়ির মৃত কফিল উদ্দিন মাঝির ছেলে হান্নান মাঝি সাথে মৃত আবদুস ছাত্তার মাঝির ছেলে জসিম উদ্দিন মাঝির পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে হান্নান মাঝির পরিবারের লোকদের উপর একাধিকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ নিয়ে গত ৪/৫ মাস পূর্বে জসিম উদ্দিন মাঝির স্ত্রী মাসুকা আক্তারকে সামাজিক ভাবে বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় কাল হয়ে দাঁড়ায় হান্নান মাঝি পরিবারের।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ নবেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড় ৬টায় পূর্ব পরিকল্পিত ভাবে রাতের অন্ধকারে হান্নান মাঝির বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। তখন বাঁধা দিতে গেলে তাঁর স্ত্রী কুলছুম বেগম ও মেয়ে কলেজ ছাত্রী ইশরাত জাহানকে আসামীরা পিটিয়ে আহত করে। অবস্থা বেগতিক দেখে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধারপূর্বক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে। ঘটনার সময় হামলাকারীরা মহিলাদের গলায় থাকা স্বর্ণের দু’টি চেইন ছিনিয়ে নেয়।

এলাকার সুলতান আহমেদ মাঝি, তাজুল ইসলাম ও হোসেন মিয়াসহ ৮/৯ জন জানায়, উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে জসিম উদ্দিন মাঝি, তার স্ত্রী মাসুকা আক্তার ও মেয়ে সুমাইয়া আক্তারকে অভিযুক্ত করে শনিবার দুপুরে মুরাদনগর থানায় অভিযোগ করেন ভূক্তভোগি কুলছুম বেগম। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করে থানায় চলে যায়। পুলিশ বাড়ি থেকে ফিরে যাওয়া মাত্রই আসামীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাদীর পরিবারে ধাওয়া দিয়ে বাড়িঘর ঘেড়াও করে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। আসামীদের হুমকি ধমকিতে হান্নান মাঝির পরিবার শনিবার বিকেলে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত জসিম উদ্দিন মাঝির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবদুস ছামাদ মাঝি বলেন, বিষয়টি নিয়ে কয়েকবার সালিশ করেছি। জসিম উদ্দিন মাঝির স্ত্রী মাসুকা আক্তার ঝগড়াটে হওয়ায় ক’দিন পর পর এ সমস্যার সৃষ্টি হচ্ছে।

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখছি। যদি ঘটনা সত্য হয়, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ