বাল্য বিবাহ নিরোধ আইন, জেন্ডা সমতা, শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি ।।
ঝালকাঠিতে দুই দিন ব্যাপি ‘বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭’ জেন্ডা সমতা, শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল কানাডা এর অর্থায়নে ঝালকাঠি জেলা প্রশাসনের সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক বাংলাদেশে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্প এর আয়োজন করেছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রশিক্ষনের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেড লতিফা জান্নাতি, এনডিসি আহম্মেদ হাসান এবং জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও শিক্ষা এবং সমবায় বিভাগের কর্মকর্তা সহ ২৯ জন অংশ গ্রহন করেছেন। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক আবু সালেহ স্বাগত বক্তব্য রাখেন।
ক্যাপাসিটি বিল্ডিং স্পেশাল্স্টি রীতা দাস, চাইল্ড প্রোটেকশন স্পেশাল্স্টি ক্যাথি হেভেন রুনাচিসিম, জেন্ডার স্পেশাল্স্টি নাসরিন নাহার, সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশাল্স্টি উম্মে আসমা খানম প্রশিক্ষন পরিচালনা করছেন এবং রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর টিম ম্যানেজার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর গণ, কমিউনিকেশন কো-অর্ডিনেটর এরা সহযোগিতা করছেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।