মোল্লাহাটে ৫ম কাব ক্যাম্পুরীর মহাতাবু জলসা ও সমাপনী অনুষ্ঠান
বাগেরহাট প্রতিনিধি
মোল্লাহাটে ৫ম কাব ক্যাম্পুরী-২০২৩ উপলক্ষ্যে মহা তাবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪মার্চ) সন্ধ্যায় “স্মার্ট কাব স্কাউটস, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে, সরকারী ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্যাম্প ফায়ার ও বিভিন্ন দলের ডিসপ্লে, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ শেষে সভাপতির সমাপনী ভাসনের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভাঃপ্রাঃ) সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, ১নং উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম সাইকুল আলম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক এস. এম ফরিদ আহমেদ, কমিশনার এস এম ইকরামুল হক, প্রোগ্রাম চীফ অজয় কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, এটিও জীবন কৃষ্ণ চৌকিদার, সহকারী অধ্যাপক শিতাংশু সমাজপতি, এম এম নওশের আলী, প্রধান শিক্ষক রমেশ বিশ্বাস, এস এম সোহেল রানা মুরাদ, আক্তার ফারুক, বিপুল কান্তি বিশ্বাস, মাহামুদুল হাসান চৌধুরী, শিক্ষক এমএম ওবায়দুল ইসলাম, আনিসুর রহমান, কেএম সফিকুল ইসলাম, একরামুল হক সাবুসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী বৃন্দ প্রমুখ। উপজেলার ২০টি কাব দল এ ক্যাম্পুরিতে অংশ নেয়। বিভিন্ন ইভেন্টে মোল্লাহাট সরকারি প্রাঃ বিদ্যালয় ১ম, গাড়ফা মডেল সরকারি প্রাঃ বিদ্যালয় দ্বিতীয় ও দেরবোয়ালিয়া সরকারি প্রাঃ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে।