ময়মনসিংহে বাবার মৃত্যু শোকে ছেলের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ফুলপুরে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলেরও মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফুলপুর উপজেলার রামভদ্রপুর গায়রা গ্রামে।
পারিবারিক সুত্রে যায়, উপজেলার রামভদ্রপুর গায়রা গ্রামের আব্দুল জলিল আকন্দ (৬৫) এর ছেলে জুলমত আলী (৩২) এক মাস আগে সিঙ্গাপুর প্রবাস জীবন শেষ করে বাড়ি ফেরে।
আজ রবিবার নকলার গোড়দার এলাকায় ছেলে জুলমত আলীর বিয়ের দিন ধার্য্য ছিল। এদিকে গতকাল শনিবার (২২ জানুয়ারি) গতকাল বিকেলে আব্দুল জলিল আকন্দ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাত দেড়টায় দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলে জুলমত আলী বাবার মৃত্যুর শোক সইতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে।
পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজ রবিবার (২৩ জানুয়ারি) আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।