সোনাগাজীতে ছাত্রলীগ নেতার ছাত্রী নিপিড়নের পোস্ট করায় সাংবাদিকের ওপর হামলা
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)।।
ফেনীর সোনাগাজীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় বৃহস্পতিবার তিন এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়েছে রবিউল হাসান নামে এক ছাত্রলীগ নেতা। সে বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক ও বগাদানা গ্রামের হেলালের নতুন বাড়িরর মো. হেলাল উদ্দিনের ছেলে।
এ ঘটনায় শুক্রবার সন্ধায় নিজের ব্যবহৃত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন দৈনিক আলোকিত সকাল’র সোনাগাজী প্রতিনিধি আল মামুন। এ ঘটনার জেরে রাত ১০টার দিকে কাজীরহাট বাজারে প্রকাশ্যে মামুনের উপর হামলা করে রবিউল হাসান, ওসমান গণী জীবন, রাসেল, তারেক ও জহিরের নেতৃত্বে ৫-৬জন দুর্বৃত্ত। এ ঘটনায় সাংবাদিক আল মামুন বাদী হয়ে ৫ জনের নামে এ নিপিড়নের শিকার ছাত্রীদের পক্ষ থেকে এক ছাত্রীর অভিভাবক বাদী হয়ে রবিউল সহ ৪ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লখ্য; গত বৃহস্পতিবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে রবিউলের দেয়া প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক ছাত্রীকে মারধর করে রবিউল। ওই ছাত্রীর সঙ্গে থাকা আর দুই ছাত্রী এর প্রতিবাদ করলে তাদেরকেও মারধর ও যৌন নিপিড়ন করে রবিল। এক পর্যায়ে ছাত্রীরাও তাকে মারধর করে।