সোনাগাজীতে ভ্রাম্যমান আদলতের অভিযানে দুই লাখ ৭০হাজার টাকা জরিমানা
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে পরিবেশ অধিদফতরের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে সোমবার বিকালে দুটি ইটভাটা ও দুটি পোল্ট্রি খামার ম্যানেজারের দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ফেনী জেলায় এই প্রথম কোন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত ও পরিবেশ অধিদফতর সূত্র জানায়, পরিবেশ অধিদফতরের অভিযোগের ভিত্তিতে উপজেলার স্বরাজপুর গ্রামের প্রগতি ব্রিকস্’র ম্যানেজার সাইফুল ইসলামের দুই লাখ, সুজাপুর গ্রামের মতিগঞ্জ ব্রিকস’র ম্যানেজার আরিফুর রহমানের ৫০হাজার, সফরপুর গ্রামের অজিফা পোল্ট্রির ম্যানেজার হাবিকুল ইসলামের দশ হাজার এবং ভাই ভাই পোল্ট্রির ম্যানেজার জাহাঙ্গীর আলমের দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পরিবেশ অধিদফতরের ফেনীর উপ-পরিচালক সাইদুর রহমান, পরিদর্শক ফয়েজুল কবির এবং সোনাগাজী মডেল থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।