সৌদি আরবে সোনাগাজীর যুবককে অপহরণ করে নির্মম নির্যাতন, দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

সৌদি আরবে ফেনীর সোনাগাজীর জয়নাল আবেদীন বাবলু (৩৫) নামে এক যুবককে অপহরণ করে দশ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশী তিনটি বিকাশ নাম্বারে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে ২৬ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে ওই যুবককে। সে সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের সিরাজুল হকের ছেলে। পরিবার ও দেশের অর্থনীতির পরিবর্তন ঘটাতে তিনি পাঁচ বছর পূর্বে সৌদি আরব যান। সেখানে তিনি মাইক্রোবাস চালিয়ে নিজের ও পরিবারের সদস্যদের জীবীকা নির্বাহ করেন। ভুক্তভোগী বাবলু ও তার ভাই হাুরুনুর রশিদ জানান, গত
১১ মে রাত ১১টার দিকে যাত্রী নিয়ে রিয়াদ শহরের সোলাই ১৮ নম্বর কুবরি এলাকায় যান বাবলু। সেখান থেকে ৬-৭ জন বাংলাদেশী যুবক গাড়ি সহ তাকে অপহরণ করেন। অপহরণকারীরা তার চোখ-মুখ বেঁধে একটি কক্ষে আটকে রেখে অমানুসিক শারীরিক নির্যাতন করেন। ইমোতে ভিডিও কলে নির্যাতনের ভয়াবহতা দেখিয়ে বাংলাদেশে অবস্থানরত পরিবারের সদস্যদের কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ২৪ ঘন্টার মধ্যে দাবিকৃত মুক্তিপণ না দিলে তাকে হত্যা করার ভয় দেখান। সৌদি আরবে অবস্থানরত তার স্বজনরা মুক্তিপণ নিয়ে সৌদি আরব যোগাযোগ করতে চাইলে তারা সেখানে লেনদেন করবেননা বলে জানিয়ে দেন। বিকাশে টাকা দেওয়ার জন্য তিনটি বাংলাদেশী মোবাইল নাম্বার দেন। বাবলুর জীবন বাঁচাতে নিরুপায় হয়ে এই তিনটি বিকাশ নাম্বারে ০১৭৫০১৯৪৮৮৯, ০১৬১৮৯৬৪