হিলিতে আলোচনাসভা ও রচনা প্রতিযোগীতার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস অনুষ্ঠিত
হিলি প্রতিনিধি
বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাবো সবাই মিলে এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে আলোচনাসভা ও শিশু কিশোরদের রচনা প্রতিযোগীতার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় বীমা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। আলোচনাসভা শেষে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে।
এর আগে সকাল ১১টায় শিশু কিশোরদের রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এতে স্কুল পর্যায়ে বীমা কি বীমা কিভাবে করা হয় ও কলেজ পর্যায়ে বীমা ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক রচনা লিখতে বলা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা, সহকারী প্রোগ্রামার জান্নাতুন ফেরদৌস, তথ্য আপা পান্না বেগমসহ অনেকে।