হিলিতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ গ্রহনের ফলে জনগনের সুফল সম্পর্কে বিশদভাবে তুলে ধরা হয়। সেই সাথে আরো কিকরলে জনগনের উপকার হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত দিনাজপুর জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, পৌরসভার মেয়র জামিল হোসেন, হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার, হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার, প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, খট্রামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওছার রহমান, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান প্রমুখ।