হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে পুলিশ
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১১টায় হিলি স্থলবন্দরের চেকপোষ্ট সড়ক থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো হিলির দেবখন্ডা গ্রামের মৃত কোবাদ হোসেনের ছেলে আসাদুজ্জামান আসাদ (৪৮) ও তার স্ত্রী লতিফা বেগম (৩৫)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া জানান, মোটরসাইকেলে করে মাদক পরিবহন করে নিয়ে জয়পুরহাট যাওয়া হচ্ছে এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল হিলি স্থলবন্দরের চেকপোষ্ট সড়কে অবস্থান নেয়। এসময় হিলিবাজার গামী মানি ফিসপয়েন্ট এর সামনে থেকে একটি পালসার মোটরসাইকেলসহ সন্দেহভাজন ওই দুজনকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তারা দুজনে ফেনসিডিল নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পুর্বক দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে বওে জানিয়েছেন তিনি।