কুমিল্লায় জাতীয় ভোটার দিবস পালিত

নেকবর হোসেন।।

“ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্য বিষয়ে কুমিল্লায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আজ ২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

পরে নগরীর ছাটরা এলাকার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান (বিপিএম) বার।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম,কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী সহ আরও অনেকে।

আরো দেখুনঃ
error: Content is protected !!