কুমিল্লার নতুন সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতারের যোগদান

সাইফুল ইসলাম।।

সোমবার (০৬ ফেব্রুয়ারি-২০২৩ খ্রিঃ) কুমিল্লায় নতুন সিভিল সার্জন হিসেবে যোগদান করলেন ডাঃ নাছিমা আকতার। এই প্রথম কোনো নারী কুমিল্লা জেলা সিভিল সার্জনের দায়িত্ব পেলেন। এর আগে তিনি নড়াইলের সিভিল সার্জন হিসেবে দায়িত্বরত ছিলেন।

০১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো: আলমগীর কবির স্বাক্ষরিত এক আদেশে ডাঃ নাছিমা আকতার কে নড়াইল থেকে কুমিল্লা জেলা সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়।

এসময় কর্মকর্তা ও কর্মচারিরা নতুন সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতারকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

আরো দেখুনঃ
error: Content is protected !!