তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ৪০ হাজার লিটার ডিজেল ড্রেনে

অনলাইন ডেস্ক।।

চট্টগ্রামের হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের দুইটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল পড়ে গেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এসময় একটি ওয়াগন থেকে জ্বালানি তেল ড্রেনে পড়ে আশপাশে ছড়িয়ে যেতে থাকে।

এদিন রাত সাড়ে ১০টায় ইয়ার্ড মাস্টার আবদুল মালেক বলেন, কী পরিমাণ তেল পড়ে গেল তা জানা যায়নি। ওয়াগনটি উদ্ধারের কাজ চলছে।

জানা যায়, নগরীর গুপ্তখাল এলাকার পদ্মা-মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল নিয়ে সিজিপিওয়াইতে প্রবেশ করছিল ওই ট্রেনটি। ট্রেনটি ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সিজিপিওয়াইতে প্রবেশের ১৫ থেকে ২০ মিনিটের মাথায় দুইটি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

রেলওয়ের এক কর্মকর্তা বলেন, একেকটি ওয়াগনে প্রায় ৩৮ থেকে ৪০ হাজার তেল ধরে। ওয়াগনের মুখ বন্ধ থাকার কথা। কিন্তু পড়ে খুলে যাওয়ায় তেল পড়তে শুরু করে।

আরো দেখুনঃ
error: Content is protected !!