নগর উদ্যানে নারী উদ্যোক্তাদের হেমন্ত মেলা

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগর উদ্যানে অনলাইন নারী উদ্যোক্তাদের হেমন্ত মেলা শুরু হয়েছে। তিনদিন ব্যাপী হেমন্ত মেলার উদ্বোধন করেন নারী নেত্রী রোটা. দিলনাশিঁ মোহসেন।

রবিবার পর্যন্ত এ মেলা চলবে।

ফেসবুক গ্রুপ কেনা বেচা ডট কম এর এডমিন, নারী উদ্যোক্তা হালিমা খাতুন বলেন, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।

হেমন্ত মেলায় শীতের পিঠা, ঘরের শৌখিন আসবাব, সকল বয়সীদের জামা কাপড়, বিভিন্ন কেক আইটেম, মুখরুচক খাবার রয়েছে। হেমন্ত মেলায় ২০ জন নারী উদ্যোক্তা অংশ গ্রহণ করেছেন।

আরো দেখুনঃ
error: Content is protected !!