পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মোকবুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বড়শশী ইউনিয়নের টোকরাভাষা পাচপাকুরি এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত মোকবুল হোসেন চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বিজয়নগর এলাকার মৃত জসিম উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধায় এক আত্মীয়ের বাড়ি বাড়ি থেকে বাইসাইকেল করে বাড়ি ফিরছিলেন মোকবুল হোসেন। একসময় টোকরাভাষা পাচপাকুরি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন

আরো দেখুনঃ
error: Content is protected !!