পঞ্চগড়ে ১২.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি ।

দেশের উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে গত তিনদিনের তুলনায় তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৪ ডিগ্রির ঘরে। এতে করে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এ তাপমাত্রা রেকর্ড করেন। তবে দিনের বেলা আবহাওয়া গরম থাকলেও প্রথম সন্ধা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে শীত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আবহাওয়ার পরিবর্তনে ফলে সকালে দুপুরে রোদের দেখা মিললেও প্রথম সন্ধা থেকে পরদিন সকাল পর্যন্ত শুরু হচ্ছে হিমেল হাওয়া। সাথে খানিকটা কুয়াশাও থাকছে।

আরো দেখুনঃ
error: Content is protected !!