যৌতুকের মামলায় ৩বছরের বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সেলিম মোর্শেদ রানা

পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, মহোদয়ের দিক নির্দেশনায় আজ (বুধবার) আমিনপুর থানায় একটি চৌকস টিম আমিনপুর থানার অফিসার ইনচার্জ মো: আনিছুর রহমান এর নেতৃত্বে এসআই (নি:) মাহমুদুর রহমান, এএসআই (নি:) মো: জাহাঙ্গীর আলম, এএসআই (নি:) রকিব আলী সহ যৌতুকের মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে সিরাজগঞ্জ জেলার নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে গ্রেফতার করে।

জানা যায় আমিনপুর থানা রাজনারায়নপুর গ্রামের শুকুর আলী শেখের কন্যা জাহানারা বেগম তার স্বামী মোঃ রেজাউল করিম (৫০) পিতা- মৃত শুকুর আলী শেখ, রাজনারায়ণপুর , থানা- আমিনপুর। তার বিরুদ্ধে ২০২৬ সালে সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানায় সিআর – ৫১/১৬ মামলা করেন এবং মামলায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সাজা ও ১০০০০/- টাকা জরিমানা করেন। পলাতক সাজা প্রাপ্ত আসামী দির্ঘ ৫ বছর পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত আসামী মো: রেজাউল করিম গ্রেফতার এড়ানোর জন্য সিরাজগঞ্জ জেলার নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছদ্মবেশে সিকিউরিটির কাজ করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত করেন সুজানগর ও বেড়া সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।

আরো দেখুনঃ
error: Content is protected !!