শুটিং সেটে গুরুতর আহত দেব

অনলাইন ডেক্স।।

দুর্ঘটনার কবলে পড়েছেন কলকাতার বড় পর্দার জনপ্রিয় নায়ক দেব। এতে গুরুতর আহত হয়েছেন তিনি। ওড়িশায় ‘বাঘাযতীন’ ছবির শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে হোলি উৎসবের একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ‘বাঘাযতীন’ ছবির টিমকে।ওই ছবিতে দেখা যায়, দোল খেলে রঙে মাখামাখি দেব। কিন্তু অভিনেতার বাম চোখে রয়েছে ব্যান্ডেজ। আর প্রিয় তারকার এই অবস্থা দেখে হঠাৎ কি হয়েছে তার চোখে, এমন প্রশ্ন উঁকি দিয়েছে অভিনেতার ভক্ত-অনুরাগীদের মনে।

জানা গেছে, ‘বাঘাযতীন’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বাম চোখে গুরুতর আঘাত পেয়েছেন দেব। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শেই চোখে ব্যান্ডেজ করা হয় অভিনেতার। তবে এখন অনেকটা ভালো আছেন তিনি। প্রসঙ্গত, ‘বাঘাযতীন’ ছবিতে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন দেব। ছবিটি নির্মাণ করেছেন অরুণ রায়। এতে আরও অভিনয় করছেন, সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য এবং নতুন নায়িকা সৃজা দত্ত। ছবিটি এ বছরের ২০ অক্টোবর মুক্তি পাবে।

শান্ত/অননিউজ

আরো দেখুনঃ
error: Content is protected !!