৮ নাম্বার ওয়ার্ড যুবলীগের সভাপতি নবী হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বর নির্বাচিত

নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) ।।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৮ নাম্বার ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবীর হোসেন।

আজ মঙ্গলবার ( ৭ ডিসেম্বর) বিকাল সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ উর রহমান তাকে বিনা প্রতিদ্বন্ধিতায় মেম্বার ঘোষনা করেন।

বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত মেম্বার নবীর হোসেন বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডবাসী যে ভালবাসা দিয়েছে সে ঋণ আমি কখনো শোধ করতে পারবোনা। তারা আমাকে ভালবেসেছে বলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত করেছে। তিনি আরও বলেন, মানুষ আমাকে যে ভালবাসা দিয়েছে আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও সেই ঋণ শোধ করার চেষ্টা করবো। সাথে যেসব মেম্বার প্রার্থীরা আমাকে ভালবেসে আমাকে মেম্বার হওয়ার সুযোগ করে দিয়েছে সেজন্য তাদেরকেও ধন্যবাদ জানাই।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ
error: Content is protected !!