আদালতে হাজিরা দিতে যাওয়ারপথে প্রাণ গেল কৃষকের

বাগমারা, রাজশাহী প্রতিনিধি।।

১০৭ ধারার মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়া পথে ট্রাক্টরের ধাক্কায় বাগমারার এক কৃষক নিহত হয়েছেন। নিহত ওই কৃষকের নাম লোকমান আলী (৪০)। তিনি বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকরা গ্রামের আক্কাছ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি গ্রামের একটি পক্ষের সাঙ্গে জমিজমা নিয়ে কৃষক লোকমান আলীর বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে কৃষক লোকমান আলীর বিরুদ্ধে রাজশাহীর আদালতে ১০৭ ধারার আইনে একটি মামলা হয়। ওই মামলায় হাজিরা দেওয়ার উদ্দেশ্যে কৃষক লোকমান আলীর বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে বাসযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখান থেকে অটোরিক্সাযোগে কোর্টে যাওয়ার সময় রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় একটি ট্রাক্টর পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই কৃষক লোকমান আলী মারা যান। এ দূর্ঘটনায় অটোচালকসহ আরো তিনজন যাত্রী আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মতিহার থানার ভারনপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক হোসেন পারভেজ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ