আলোচনায় বসল সৌদি আরব ও ইরান

অনলাইন ডেস্ক।।

মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে দুই তিক্ত প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান আলোচনায় বসেছে। চীনের মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেইজিংয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আলোচনায় বসেছেন। খবর বিবিসির।

২০১৬ সালের পর প্রথমবারের মতো আলোচনায় বসেছে দুই দেশের উচ্চপর্যায়ের মন্ত্রীরা। সৌদি আরব ২০১৬ সালের জানুয়ারি মাসে তেহরানের সৌদি দূতাবাস ও মাশাহদের সৌদি কনস্যুলেটে একদল উত্তেজিত জনতার হামলার অজুহাতে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

এর আগে, গত মাসে চীনে মধ্যস্থতায় দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনে সম্মত হয়। বেইজিংয়ে রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করা হয়।

শান্ত/অননিউজ

আরো দেখুনঃ