এ্যাম্বুলেন্স-সিএনজি সংঘর্ষে যুবক নিহত, একই পরিবারের আহত সাতজন

দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে এ্যাম্বুলেন্স-সিএনজি মুখামুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় একই পরিবারের আরও সাত জন আহত হয়।
শুক্রবার সন্ধ্যায় দেবীদ্বারের হোসেনপুর কোল্ড স্টোরেজের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ওই যুবক উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃতঃ মোস্তফা ফারুক মিয়ার ছেলে সাজ্জাদ শাওন(২৩)। সে পেশায় কাপড়ের দোকানদার ছিল।

আহতরা হলেন, নিহত সাজ্জাদের মা কুহিনূর বেগম(৫৫), নিহতের জমজ বোন ফারজানা আক্তার(২৩), নিহতের চাচী খাদিজা আক্তার (৩৫), ও শিশু কন্যা আদিবা আক্তার(৩), নুসরাত আক্তার (৮), মিফতাহুল(৫) এবং একই গ্রামের মোবারক হোসেন এর ছেলে আব্দুল রব(১৯)

জানা গেছে, তারা সবাই মিলে ব্রাহ্মণবাড়িয়ার কোটি চৌমুহনী থেকে ফুফাত বোনের বিয়ের দাওয়াত খেয়ে বাসে দেবীদ্বার আসে। দেবীদ্বার থেকে সিএনজি নিয়ে বাড়িতে আসার পথে হোসেনপুর এসে তাদের সিএনজিটি এ্যাম্বুলেন্সের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। সিএনজি উল্টে এই দুর্ঘটনা ঘটে।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানায়, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দূর্ঘটনার স্বীকার এম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

আরো দেখুনঃ