কুমিল্লায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপে বালক-বালিকায় সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার।।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর কুমিল্লা জেলা পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় ছেলেদের ফাইনালে আদর্শ সদর উপজেলার সাথে ৩/০ গোলে জয় পায় কুমিল্লা সিটি কর্পোরেশন ও মেয়েদের খেলায় বুড়িচং উপজেলার সাথে ৫/০ গোলে জয় পায় কুমিল্লা সিটি কর্পোরেশন।

রবিবার বিকেলে প্রতিযোগিতার ফাইনাল খেলার বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্বা আ ক ম বাহাউদ্দিন বাহার, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার মু: মুশফিকুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান রির্বাহী কর্মকর্তা সামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়–য়া, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, কুমিল­া জেলার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, যুগ্ম সম্পাদক মোঃ শফিরুল ইসলাম খন্দকার বাদল এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া, সদস্য দেলোয়ার হোসেন জাকির।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ