কুমিল্লায় মাদক কারবারির হামলায় ছাত্রলীগ নেতা আহত

গতকাল (৩০এপ্রিল) রবিবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের ডুলি পাড়া এলাকায় মাদক কারবারি শাহ আলম এর হামলায় একই ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সুজন নামের এক ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন।

সরেজমিনে গেলে দেখা জানা যায় ১৯ নং ওয়ার্ডের সকল যুব সমাজ মিলে মাদকের বিরুদ্ধে মিটিং করে। মিটিংয়ের জের ধরেই রবিবার দুপুরে ডুলিপাড়া চৌমুহনীতে ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতা নুরুজ্জামান সুজনের উপর হামলা করে শাহ আলম নামের এক মাদক কারবারি। হামলায় সুজনের পেটে এবং হাতে মারাত্মক ভাবে যখম হয়। পরে স্থানীয়রা ধরে কুমিল্লা মেডিকেলে নিয়ে যায়।

স্থানীয় লোকজন আরো বলেন, ডুলিপাড়া কাটুন ফ্যাক্টোরির উল্টো পাশে শাহ আলমের একটি টর্চার সেল রয়েছে। যেখানে প্রতিদিনই অটোরিকশা ড্রাইভার এবং সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করে। এবং এখান থেকেই সে মাদক সাপ্লাই করে।

ভিকটিম নুরুজ্জামান সুজন বলেন, আমরা ১৯ নং ওয়ার্ডের সকল যুব সমাজ উদ্যোগ নিয়েছি আমাদের ওয়ার্ডকে মাদকমুক্ত করবো। এরিমধ্যে আমরা কয়েকটি মিটিং করেছি এবং মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করার জন্য কাজ করছি। আমাদের এই উদ্যোগের কারণে থিরাপুকুর পাড়ের শাহ আলমের মাদক ব্যবসা করতে কিছুটা সমস্যা হয়। শাহ আলম আমাকে কয়েকবার হুমকি দিয়েছে আমি শুনি নাই তাই আজকে ধারালো অস্ত্র নিয়ে সে আমাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করে। হামলার পরে স্থানীয় লোকজন আমাকে হসপিটালে নিয়ে আসে। হামলার পরপরই আমি চকবাজার ফাঁড়ির এস আই রুবেলকে ফোন করি সে এসে দেখে গেছে এবং কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করার জন্য বলে গেছে।

১৯নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মো. সাফায়েত বলেন, আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকেই শাহ আলম আমাদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। ডুলিপাড়া কাটুন ফ্যাক্টোরির উল্টা পাশে তার একটি টর্চার সেল আছে। সেখানে অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার এবং সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করে। এবং এখান থেকে সে মাদক সাপ্লাই করে। আমরা তার এই অপকর্মের প্রতিবাদ করায় সে আমাদের উপর আক্রমণাত্মক হয়ে উঠেছে। এই মুহূর্তে আমাদের জীবন সংকটাপন্ন তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
এবিষয়ে জানার জন্য শাহ আলমকে মুঠোফোনে একাধিক বার ফোন করি। সে ফোন রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা যায়নি।

আরো দেখুনঃ