কুমিল্লার মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক বৃত্তি, পুরস্কার ও সনদ বিতরণ

মুরাদনগর প্রতিনিধি।।
‘মেধা বৃত্তি আলো’ এ শ্লোগাণকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ২৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক
বৃত্তি, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। একই সাথে অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচীও পালন করা হয়।

শুক্রবার দুপুরে দারোরা ইউনিয়নের কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমূখর পরিবেশে ওই অনুষ্ঠান হয়।

জনকল্যাণ ফোরাম ও বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার রমিজ উদ্দীন সরকারের সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাকী বিল্লাহ’র উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফোরামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, অধ্যাপক মোহাম্মদ ইউনুছ, অধ্যাপক আবদুল ওয়াদুদ, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক আবদুল আউয়াল, ইউপি চেয়ারম্যান খন্দকার কামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, মাদরাসার সভাপতি ইউনুস মুন্সী, বিদ্যালয়র প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সহকারী শিক্ষক মনির হোসেন খান, সুপার মোস্তাফিজুর রহমান, গণছায়া সংসদের সাধারণ সম্পাদক রাজিব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আখতার সিরাজী, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক মো. সাজ্জাদ হোসেন ও হিলফুল ফজুল সংগঠনের ইবরাহিম খলিল প্রমুখ।

উল্লেখ্য, কাজিয়াতল জনকল্যাণ ফোরাম ২০২০ সাল থেকে সামাজিক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ