কুমিল্লায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধে অভিযান শুরু

মাহফুজ নান্টু, কুমিল্লা।

দ্রব্যমূল্যের উর্ধগতিরোধে কুমিল্লা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অভিযান পরিচালনা করা হয়। রোববার বেলা সাড়ে ১২ টায় নগরীর চকবাজারের তেরীপট্টিতে গোডাউনগুলোতে মজুদের পরিমান মনিটরিং করা হয়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয়। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টে দণ্ড দেয়া হবে। অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লা জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী।

অভিযানের আগে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে জরুরী সভার আয়োজন করা হয়। সভায় খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী বলেন, দেশে ফসলের যথেষ্ট উদ্বৃত্ত রয়েছে। তবুও কেন বাজারে নিত্য পন্যের দাম। বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী বাজারমূল্য মনিটরিং করেন।

তাই সারা দেশের ন্যা কুমিল্লায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধে গোডাউনগুলোতে খাদ্য দ্রব্য মজুদের পরিমান স্পষ্ট করতে হবে। পনের দিন পর পর গোডাউন মনিটরিং হবে। যারা কৃত্রিম সংকট তৈরী করবে সেসব গোডাউনে অভিযান পরিচালনা করা হবে। মোবাইল কোর্টে সাজার ব্যবস্থা করা হবে। বাজারে দ্রব্যমূল্য সহনীয় না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ সানাউল হক, উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনোয়ার হোসেন, আদর্শ সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কামরুন্নাহার, খাদ্য পরিদর্শক এবিএম আতাউল গনি, শাহীন মিয়া, মোঃ মনিরুজ্জামান, কামরুল হাসান, গোলাম রাব্বানী, কাজী ইকবাল হোসাইন, চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলী আশরাফ সওদাগর, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক কৌশিক ভৌমিক, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম সামদানীসহ অন্যান্যরা।

আরো দেখুনঃ