কুমিল্লায় শ্বাসরোধ করে স্বামী স্ত্রীকে হত্যা

স্বামী ও স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা কোতয়ালী থানার ওসি আনওয়ারুল আজিম।

নিহতরা হলেন পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় মীর বাড়ির পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম( ৫৬)।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে বৃষ্টি চলাকালীন সময় ৭-৮ জনের একটি দল ঘরে প্রবেশ করে।

এ সময় তাদেরকে মারধর করে। তারা কিছু চাইছিলো তবে তা না পাওয়ায় স্বামী ও স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যা।

তবে কারা এই দুর্বৃত্ত তাদেরকে শনাক্ত করতে পারেনি বাড়ীর লোকজন।

পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ধারণা করছি তাদের গলায় রশি পেছিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশসহ পিবিআই ও সিআইডি টিম বিষয়টি তদন্ত করছে।

কোতয়ালী থানার ওসি আনওয়ারুল আজিম বলেন মধ্যরাতে ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও সিআইডি, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদসয়রা রয়েছেন।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হয়েছে। আমরা তদন্ত করছি। বিস্তারিত পরে বলবো।

জেনিফার_____৬ সেপ্টেম্বর ২১

আরো দেখুনঃ