কুমিল্লা জেলা বিএনপির গাড়ি বহরে দুর্বৃত্তদের হামলা

তিতাস, কুমিল্লা প্রতিনিধি।।
বিএনপির ১ দফা দাবী বাস্তবাশনের অংশ হিসেবে নোয়াখালীর মাইজদী যাবার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতৃবৃন্দ। হামলায় তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওসমান গণি ভূইয়ার ব্যক্তিগত গাড়িসহ বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুরাদনগর উপজেলার প্রায় ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

১৪ জুলাই শুক্রবার দুপুর প্রায় ১ টার সময় লাকসাম উপজেলার রেলজনশনের পাশেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন বিএনপি নেতৃবৃন্দ ।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আখতারুজ্জামান সরকার আক্তার, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওসমান গনি ভূঁইয়া এবং সদস্য সচিব মেহেদি হাসান সেলিম ভূইয়ার গাড়ি বহরেও হামলা করেছে দূর্বৃত্তরা।

এবিষয়ে তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গণি ভূইয়া ও সদস্য সচিব মোঃ মেহেদী হাসান সেলিম ভূইয়া বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারের নেতৃত্বে আমাদের একটি গাড়ি বহর নোয়াখালীর মাইজদী যাচ্ছিলাম বিভাগীয় কর্মসূচীতে অংশ নিতে। পথিমধ্যে লাকসামের জনশনে পৌঁছলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা আমাদের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা করে। তারা আকস্মিক এলোপাথাড়ি হামলা চালায়। হামলায় আমরা কেউ আহত না হলেও মুরাদনগর উপজেলার অন্তত ২০-২৫ জন আহত হয়েছে। ওসমান গণি ভূইয়ার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ