কুমিল্লা সাইনিং সিতোরিউ কারাতে দল এর নেপাল গমন

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আরফানুল হক রিফাত, সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন, যুগ্ম সম্পাদক বাদল খন্দকার, প্রধান প্রশিক্ষক শিহান মোখলেছুর রহমান (আবু) সহ নেপালে কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আতিফ, প্রান্ত ও শারিফ।

নেপাল কারাতে ফেডারেশন ও নেপাল সিতোরিউ কারাতে স্কুল আয়োজিত মেয়রকাপ ৭ম ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগিতায় ২৯ ও ৩০ এপ্রিল ২০২২ এর আমন্ত্রনে কুমিল্লা বাংলাদেশ সাইনিং সিতোরিউ কারাতে দল আন্তর্জাতিক কারাতে বিচারক ও প্রধান প্রশিক্ষক শিহান মোখলেছুর রহমান (আবু)’র নেতৃত্বে ৩ জন প্লেয়ার ১. আতিফ আহমেদ সামি, ২.ফাহমুদুল ইসলাম প্রান্ত, ৩) সারিফ আহমেদ প্রশিক্ষকসহ মোট ৪ জন ২৭ এপ্রিল বাংলাদেশ বিমানে নেপাল যাচ্ছেন। প্রধান প্রশিক্ষক শিহান আবু বলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আরফানুল হক রিফাত ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় পূর্বেও কোরিয়া, চিন, কম্পোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপালসহ বহুবার বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে। এবারও নেপাল যাচ্ছেন কারাতে টিম নিয়ে ৩ প্লেলার ৫ ইভেন্টে খেলবে। দেশবাসীর নিকট দোয়া প্রার্থী যেন পূর্বের মত এবারও জেলা ও দেশের সুনাম অর্জন করতে পারি এবং আল্লাহ পাক ভাল রাখেন। প্রতিযোগিতা শেষে ১লা মে ২০২২ইং বাংলাদেশ বিমানে দেশে ফিরে আসবেন।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ