দেবিদ্বারে ১২ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১০জন

আল আমিন কিবরিয়া, দেবিদ্বার।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে ১২জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ১০ জনই জামানত বাজেয়াপ্ত। ভোট গ্রহণ শেষে রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচনী বিধি অনুযায়ী, নির্বাচনে কোনো আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট কোনো প্রার্থী যদি না পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।

এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৩। ১১৪ কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৮৪ হাজার ৫৭১টি। এর মধ্যে ৩৭৭৬টি ভোট বাদ পরেছে। বৈধ ভোট পরেছে ১ লাখ ৮০ হাজার ৭৯৫। এর ৮ ভাগের ১ ভাগ হচ্ছে ২২ হাজার ৫৯৯, যা পাননি ১০ জন প্রার্থী।

এ আসনে এবার ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ৯৬ হাজার ৮০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ বুধবার তিনি শপথ গ্রহণ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন ৮১ হাজার ২৫৭ ভোট।

জামানত হারানো প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির মোহাম্মদ ইউসুফ আজগর, লাঙ্গল প্রতিকে ভোট পেয়েছে ১০৮৪টি। ইসলামী ঐক্যজোটের রফিকুল্লাহ সাদী, মিনার প্রতিকে ভোট পেয়েছে ৫০৩টি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশর শিমুল হোসেন, চেয়ার প্রতিকে ভোট পেয়েছে ২৯০টি। ন্যাশনাল পিপলস্ পার্টির মোঃ ইকরাম হোসেন, আম প্রতিকে ভোট পেয়েছে ২৮১টি। তৃণমূল বিএনপির মোঃ মাহবুবুল আলম, সোনালী আঁশ প্রতিকে ভোট পেয়েছে ১৬০টি। বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ শফিউল বাদশা, একতারা প্রতিকে ভোট পেয়েছে ১১৭টি। বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোঃ আজহারুল করিম মুন্সী, ফুলের মালা প্রতিকে ভোট পেয়েছে ১০৯টি। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র প্রার্থী শাহেরা বেগম, টেলিভিশন প্রতীকে ভোট পেয়েছেন ৮৩টি। বাংলাদেশ কল্যাণ পার্টির মোঃ নাছির আল মামুন, হাতঘড়ি প্রতীকে ভোট পেয়েছেন ৫৬টি। গণফ্রন্টের মোঃ আলা উদ্দিন, মাছ প্রতীকে ভোট পেয়েছেন ৫৪টি।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ