জয়পুরহাটে বয়স্ক অসুস্থ ও প্রতিবন্ধীদের সুবিধার্থে লিফ্ট উদ্বোধন

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে বয়স্ক, অসুস্থ, প্রতিবন্ধীসহ সর্বসাধারণের সুবিধার্থে সরকারি অফিস আদালত গুলোর মধ্যে এই প্রথম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বহুতল ভবনের লিফট উদ্বোধন করেছেন জেলা ও দায়রা জজ মোঃ নুর ইসলাম।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেল ৪ টায় এই লিফট উদ্বোধন করা হয়েছে।

সে সময়ে উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা লিগ্যাল এইড অফিসার সামিউল ইসলাম, জয়পুরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ডক্টর ফারজানা আক্তার, পাবলিক প্রসিকিউটর এডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আরাফাত হোসেন মুন ও কোর্ট ইনস্পেক্টর আব্দুল লতিফ খাঁনসহ অনেকেই।

উদ্বোধনী অনুষ্ঠানের জেলা ও দায়রা জজ নুর ইসলাম বলেন, বয়স্ক,অসুস্থ, প্রতিবন্ধীসহ সাধারণ মানুষ আইনি সেবা ভালোভাবে পাওয়ার জন্য এই লিফটের সুবিধা টি করা হয়েছে, তাছাড়াও সর্বসাধারণের সুবিধা তো থাকবেই।

আরো দেখুনঃ