ত্রিশালে ভেঙ্গে যাওয়া ব্রিজের উভয় পাশে আনসার মোতায়েন

ঢাকা ময়মনসিংহ চার লেন মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট নামক স্থানে গত বুধবার সন্ধ্যায় একটি বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ে যায়।ওই সময় ব্রিজের উপরে থাকা একটি ৪২ চাকার বড় লরি গাড়ি ও চলন্ত একটি প্রাইভেটকার নিচে পড়ে যায়।লরি গাড়িটি ১২০ টন ওজনের বিদ্যুতিক ট্রান্সফর্মার বহন করে ঢাকা থেকে ময়মনসিংহ শহরে যাচ্ছিল।

মহা সড়কের আইন অনুযায়ী ৪০টন ওজন পরিবহনের নিয়ম থাকলেও লরি গাড়িতে অতিরিক্ত ওজনের লোড নেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে।এঘটনায় অজ্ঞাত চালককে আসামী করে ৩০ কোটি টাকা ক্ষতিপূরণের একটি মামলা করেন সড়ক ও জনপথ বিভাগ।জানাগেছে, চার লেন মহাসড়কের এই ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী সকল ধরনের যানবাহন অপর একটি লেন এর ব্রিজ দিয়ে ধীর গতিতে চলাচল করছে। ভেঙ্গে যাওয়া ব্রিজ এলাকায় কোন ধরনের সড়ক দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য ত্রিশাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রীজের দুই ধারে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, আমার সংবাদকে জানান ব্রিজের উভয় পাশে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।আনসার সদস্যরা ২৪ ঘন্টা ব্রিজ এলাকায় নিয়োজিত থাকবেন।

আরো দেখুনঃ