দিনাজপুরে ১০টি ইউপি নির্বাচনে ৫৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৫৫২ জনের মনোনয়ন জমা

দিনাজপুর প্রতিনিধি।।

সোমবার (৩ জানুয়ারী) দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৫৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৫৫২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭ জন প্রার্থী, সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ১৩৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে দিনাজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ জায়েদ ইবনে আবুল ফজল জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চেয়ারম্যান পদে ৫৭ জন প্রার্থী, সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ১৩৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৫৭ জন প্রার্থীসহ মোট ৫৫২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে ৫৭ জন প্রার্থীর মধ্যে ১নং চেহেলগাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। ২নং সুন্দরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, ৩নং ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, ৪নং শেখপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, ৫নং শশরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন, ৬নং আউলিয়াপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, ৭নং উথরাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, ৮নং শংকরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, ৯নং আস্করপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন ও ১০নং কমলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।

দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে ৯৫টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৯ হাজার ১৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২১ হাজার ৬৫৯ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১৭ হাজার ৫৩৬ জন।

উল্লেখ, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২০২২ সালের ৩১ জানুয়ারী ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আয়েশা আক্তার/অননিউজ24

আরো দেখুনঃ