দেবীদ্বারে বেদে পল্লীর শত পরিবার পেল ইফতার সামগ্রী

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে বেদে পল্লীর শতাধিক পরিবার পেল ইফতার সামগ্রী। বুধবার সকালে জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের পক্ষ থেকে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার শাখার আহবায়ক রাশেদা আক্তার, উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর লিপি, ভানী ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ইউনুছ শান্ত ও কুমিল্লা জেলা বেদে সম্প্রদায়ের সভাপতি আলাউদ্দিন কবিরাজ, স্থানীয় বেদে নেতা আদম সর্দার প্রমুখ।

ইফতার সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশে জুলেখা বিবি, রুববান বিবি, আলতাব আলী বলেন, আমরা করোনাকাল থেকে মানবতার ফেরিওয়ালা আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকার এর ইফতার সামগ্রী, খাদ্য, বস্ত্র, ঔষধ, চিকিৎসা পেয়ে আসছি। রোজা এবং ঈদ আসলে আশায় থাকি ডাঃ ফেরদৌস খন্দকারের সাহায্য সামগ্রী কবে পাব। আজ পেয়ে আমরা খুবই আনন্দিত।

আরো দেখুনঃ