দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠার ২১ বছর পর নির্বাচন

দেবীদ্বার, কুমিল্লা প্রতিনিধি।।
২১ বছর পর আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে কুমিল্লার দেবীদ্বার পৌরসভার নির্বাচন। দীর্ঘ অপেক্ষার পর বুধবার দুপুরে তফসিল ঘোষনার পর থেকেই, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আলাপ-আলোচনায় মেতে উঠেছেন ভোটারা ও পদপ্রত্যাশীরা।

জানা গেছে, পৌরসভা বাতিলের দাবি ও সীমানা নির্ধারণ নিয়ে মামলা জটিলতায় আটকে থাকায় নির্বাচন হয়নি এ পৌরসভায়। ২০০২ সালের আগস্ট মাসে উপজেলার সদর ইউনিয়ন, গুনাইঘর উত্তর-দক্ষিন ও সুবিল ইউনিয়নে কয়েকটি গ্রাম নিয়ে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ পৌরসভায় ৪৪ হাজার ১৯৩ জন ভোটার রয়েছে।

দেখা গেছে, নির্বাচন করার জন্য তফসিল ঘোষনার আগে থেকে পদপ্রত্যাশী ও তাদের সমর্থকরা মিছিল-সমাবেশ ও মটোরসাইকেলসহ গাড়িবহর নিয়ে শো-ডাউন আরাম্ভ করে দিয়েছে। অনেকে ব্যানার-ফেস্টুন, পোষ্টারও টাঙিছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টারের ছবি দিয়ে চালাচ্ছেন প্রচার-প্রচারনা। এদিকে অনেক পদপ্রত্যাশী বাড়ি-বাড়ি গিযে ভোটারদের মন পেতে নানা প্রতিশ্রæতিও দিচ্ছেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ