নীলফামারীতে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি।।

ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি করুন (২পর্যায়) প্রকল্পটির অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর নীলফামারী জেলায় প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকদের নিয়ে আজ( মঙ্গলবার ২২ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর উদ্দোগে অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপি এম, পিপি এম সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির। উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (ট্রাস্টি) সিধেন চন্দ্র রায়, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনিসা রানী,সহকারি প্রকল্প পরিচালক সঞ্জয় কুমার পাল,, নীলফামারী প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববি এছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ |

আরো দেখুনঃ