নড়াইলে তিন কিলোমিটার সড়ক জুড়ে নান্দনিক আল্পনা এঁকে ভাষা শহীদদের স্মরণ
নড়াইল প্রতিনিধি।।
তিন কিলোমিটার সড়ক জুড়ে নান্দনিক আল্পনা এঁকে ভাষা শহীদদের স্মরণ করলো নড়াইলবাসী। স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১ শে ফেব্রæয়ারীর শহীদদের শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমধর্মী এমন আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যা হতে আজ সকাল পর্যন্ত ১২ ঘন্টা সময় নিয়ে তিন চিত্রশিল্পী ও শতাধিক স্বেচ্ছাসেবক ১১টি দলে বিভক্ত হয়ে এ কাজ সম্পন্ন করেন। নড়াইল শহরের জেলা শিল্পকলা একাডেমী চত্বর হতে রূপগঞ্জ নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ (কুড়িরডোব) মাঠ পর্যন্ত এই পথচিত্রে ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগস্টের বিয়গান্তক ঘটনা, সরকারের বিভিন্ন কর্মকান্ড, বিভিন্ন বর্ণমালা, স্বাধীনতার বিভিন্ন শ্লোগান, গ্রাম বাংলার চিত্র, আল্পনা ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছে।
শনিবার সন্ধ্যায় নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় ছবি এঁকে নান্দনিক এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,পথচিত্র বাস্তবায়ন কমিটির আহবায়ক নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্তুজা স্বপন, সম্মিলিত সাংস্কৃতিক জেটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটু সহ অনেকে।
এর আগের বিকাল থেকে তিন কিলোমিটার সড়কের ধুলাবালি পরিস্কার করা হয়। সন্ধ্যা থেকে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। অবশ্য যানবাহন চলাচল বন্ধ করে দেয়ায় পথচারীরা বেশ বিড়ম্বনায় পড়েন।
পথচিত্র বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো.রবিউল ইসলাম বলেন, বিশাল এই কর্মযজ্ঞ বাস্তবায়নে তিন কিলোমিটার সড়ক ১১টি ভাগে ভাগ করে কাজ করা হয়েছে। তিন শতাধিক স্বেচ্ছাসেবক ও চিত্রশিল্পী অঙ্কণ কাজ সম্পন্ন করে। এই,তিন কিলোমিটার পথচিত্র অঙ্কণে ১৬লাখ টাকার রঙ (৪ হাজার লিটার) আসাদের নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা ব্যবস্থা করে দিয়েছেন।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার) বলেন, ‘এই মহতী উদ্যোগ সফল করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হয়েছে। পথচিত্র অঙ্কণকালীণ সময়ে যানবাহন ও পথচারীদের বিকল্প সড়কে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
নড়াই জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, নড়াইলের মাটি ক্রীড়া, শিল্প, সংস্কৃতির উর্বর মাটি। এখানে ক্ষণজন্মা খ্যাতিমান অনেক মানবের জন্ম। আর্ন্তজাতিক মাতৃভাষা,জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে নড়াইলে ২১শের আলোক সজ্জাসহ তিন কিলোমিটার সড়কে পথচিত্র অঙ্কণের মাধ্যমে তরুন প্রজন্ম একুশের চেতনায় উজ্জীবিত হবে।’